বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা ও মশারি বিতরণ 

খাগড়াছড়ি প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা ও মশারি বিতরণ 

খাগড়াছড়ি জেলায় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৮ আগস্ট) মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা ও মশারি বিতরণ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

মাটিরাঙ্গা উপজেলা রির্সোচ ইন্সট্রাক্টর মো. আজগর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিল্টন ত্রিপুরা। এসময় মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত মো. শরীফ, মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মঞ্জুর মোর্শেদ, বড়নাল ইউপি চেয়ারম্যান মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ,  মাটিরাঙ্গা উপজেলা ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো.আল আমিন।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী উপজেলার  অসহায়, গরীব, দুঃস্থ ও প্রতিটি ইউপি চেয়ারম্যানদের মধ্যে ৫০টি করে মশারি তুলে দেন।

টিএইচ